পলাশবাড়ীর করতোয়া নদী থেকে বালু উত্তোলন..হুমকির মুখে বাঁধ ও আশ্রয়ণ প্রকল্প

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

খবরের কাগজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের কিসামত চ্যারেঙ্গা মৌজায় চ্যারেঙ্গা বাজারের সামান্য দক্ষিণে করতোয়া নদী থেকে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা চালাচ্ছে একদল বালু খেকো বালু দস্যু।

আর বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে করতোয়া রক্ষা বাঁধ,বসতবাড়ি, জাগানিয়া চরে আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছ গ্রাম),বসতবাড়ি,স্কুল, মসজিদ, নদী ও ট্টাক্টর (কাঁকড়া’)য় করে বালু পরিবহনের ফলে রাস্তা ঘাট ও ব্রিজ কার্ল ভাট হুমকির মুখে।

এখনই এসব বালু উত্তোলন বন্ধ সহ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে করতোয়া বাঁধ ভেঙে মারাত্মক ক্ষতির মুখে পড়বে কয়েকগ্রাম বাসী। এছাড়াও আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছ গ্রাম)’টিও নদী গর্ভে বিলীন হতে পারে।
ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন অভিজ্ঞমহল এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।