নৌকার প্রার্থী গাজী পাভেল খুলনার বারাকপুর ইউনিয়ন উপ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

খবরের কাগজ,বিশেষ প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন “গাজী সাহাগীর হোসেন পাভেল।

গত ২শ রা নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত সকাল ৮টা থেকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়- আইন শৃঙ্খলা পরিবেশ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনছার বাহিনীর সদস্যরা মাঠ টি ঘিরে রাখে। আইন শৃংখলা রক্ষায় সমগ্র বারাকপুর ইউনিয়ন জুড়ে,দিঘলিয়া উপজেলা প্রশাসন সহ- র‌্যাপিড একশান ব্যাটলিয়ান,বিজিবি ও কোস্ট গার্ড সদস্য এবং বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

নিশ্চদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নয়টি ভোট কেন্দ্রে ভোটারদের আগমন ঘটতে থাকে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহণ চলতে থাকে বিকাল ৪টা পযন্ত। ভোট গ্রহণ শেষে জানা যায়-বারাকপুর ইউনিয়ানের মোট ভোটার সংখ্যা -১৯.১২৬ প্রাপ্ত ভোটের মধ্যে ৯.১৪৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। যার মধ্যে আনারস প্রতিক নিয়ে মোঃ কামাল হোসেন বিশ্বাস ৩০১ভোট, অপর দিকে নৌকা প্রতীক নিয়ে গাজী সাহাগীর হোসেন পাভেল ৮.৮৪৩ ভোট পেয়ে এগিয়ে থাকেন।

বারাকপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গাজী জাকির হোসেনের উপর সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার পর,চেয়ারম্যান এর পদটি খালি থাকায়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শেখ আনছার আলী ব্যাংক ঋণ থাকায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায়,অপরজন মোঃ কামাল হোসেন বিশ্বাস, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, গাজী পরিবারের উত্তরসূরী সাবেক জাতীয় ক্রিকেটার গাজী সাহাগীর হোসেন পাভেলেকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী গত বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী পাভেল গাজী বিজয় হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে বারাকপুর ইউনিয়ান বাসির মধ্যে এক আনন্দের জোয়ার ভেসে আসে এবং ছুটে আসে দলীয় নেতাকর্মীর সহ অসংখ্য মানুষ,শুভেচ্ছা জানতে তাৎক্ষণিক ভাবে ছুটে আসেন”শেখ মারুফুল ইসলাম, চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ* খাঁন নজরুল ইসলাম, সভাপতি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ* মোল্লা আকরাম হোসেন, সাধারণ সম্পাদক দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ* জনাব মোঃ আলী রেজা বাচা, ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ* মমতাজ শিরীন ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ,মোছাঃ ফারহানা হালিম, সদস্য খুলনা জেলা পরিষদ* মোঃ হায়দার আলী মোড়ল, চেয়ারম্যান দিঘলিয়া ইউনিয়ন পরিষদ* মোল্লা মফিজুর রহমান ঠান্ডা,চেয়ারম্যান গাজীরহাট ইউনিয়ন পরিষদ* গাজী জিয়াউর রহমান জিয়া,চেয়ারম্যান সেনহাটি ইউনিয়ন পরিষদ* সাজ্জাদুর রহমান লিংকন, চেয়ারম্যান যোগিপোল ইউনিয়ন পরিষদ* মোসাঃ সামছুন্নাহার, সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ সহ- দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মিষ্টিমুখ করিয়ে গাজী সাহাগির হোসেন পাভেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও সানন্দে গ্রহণ করেন।