গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত , আহত-১৫

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

খবরের কাগজ : জেলার কাশিয়ানীতে গতরাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের চালক নিহত এবং ১৫জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মাঝিগাতীতে পৌঁছালে বিপরীত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দুঘর্টনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক যান চলাচল বন্ধ ছিল।