খবরের কাগজ: নাট্য সংগঠক নির্দেশক মঞ্চ অভিনয়শিল্পী মহাকাল নাট্যসম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসানের ষাটতম জন্মদিন কাল। এ উপলক্ষে এদিন সন্ধ্যা ৬টায় জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।
নাট্যজন ঝুনা চৌধুরীকে আহ্বায়ক এবং মো. শাহনেওয়াজকে সদস্য সচিব এবং আকতারুজামান, আহমেদ গিয়াস, চন্দন রেজা, কামরুন নূর চৌধুরী, কবির আহামেদ, ড. আইরিন পারভীন লোপা, খোরশেদুল আলম, মাসুদ আলম বাবু, আবু আজাদ, আবদুল জলীল, আনন জামান, পলি বিশ^াস ও হামিদুর রহমান পাপ্পুকে সদস্য করে ষাটতম জন্মজয়স্তী উৎযাপন পর্ষদ গঠন করা হয়েছে।
মীর জাহিদ হাসান নিরবিচ্ছিন্ন শ্রম, মেধা ও ঘামে তৈরী করেছেন মহাকাল নাট্য সম্প্রদায়ের নাট্যভূমি; অগ্রগন্য একজন হয়ে। নাট্য সংগঠক নির্দেশক মঞ্চঅভিনয়শিল্পী সর্বোপরি মঞ্চকর্মী মীর জাহিদ হাসানের জন্ম ১৯৬২ সালের ১৯ অক্টোবর যমুনার অববাহিকাময় তৎকালীন জামালপুর মহকুমায়। জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামে এবং বাবার পিতৃভূমি কোলাপাড়ার ব্রাম্মণপাইকশা গ্রামে।
১৯৮৩ সালে স্বপ্নসন্ধানী ক’জন তরুনের শিল্প তাড়নায় জন্ম মহাকালের। তারুন্যদীপ্ত ক’জন তরুনের একজন মীর জাহিদ হাসান।
তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দুইবার সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য এবং গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সদস্য।
তিনি বাংলাদেশ টেলিভিশনেরও একজন তালিকাভূক্ত নাট্যশিল্পী। দীর্ঘ ৪৪ বছরের নাট্য পথচলায় মীর জাহিদ হাসানের লক্ষ্যই ছিল শুধুমাত্র থিয়েটারচর্চা ও সংগঠন। সংগঠনই তাঁর পরিবার। অন্যান্য সংগঠনের সহযোদ্ধারাও তাঁর আপনজনজন।