কয়রায় চিংড়িতে অপদ্রব্য/দূষণ/পুশ বিরোধী ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানে অভিযান

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

খবরের কাগজ,কয়রা(খুলনা)প্রতিনিধি : গতকাল সোমবার দুপুর ১২.৩০ ঘটিকা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সুবোলের মোড় সংলগ্ন, এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বাগদা চিংড়ি ক্রয়-বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

পরিচালিত অভিযানে ০৪ জনের নিকট হতে মোট নগদ ২৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা আদায় করা হয় গাইন ফিস এ-র প্রোপাইটার সঞ্জয় গাইন, পিতা বিজন গাইন,গ্রাম মঠবাড়ি, মেসার্স আল্লাহর দান ফিস এ-র আসাদুজ্জামান সরদার, পিতা মজিবর সরদার, গ্রাম বগা, কার্তিক চন্দ্র বাছাড়, পিতা মৃত শরৎ চন্দ্র বাছাড়, গ্রাম মঠবাড়ি, মেসার্স ভাই, ভাই ফিস দিলীপ চন্দ্র ঢালী।পিতা সুধীর চন্দ্র ঢালী, গ্রাম মঠবাড়ি।

এই অভিযান পরিচালনা করেন জনাব মোঃ আমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কয়রা, খুলনা। এব্যাপারে জানতে চাইলে আমিনুল হক বলেন,মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযানও মোবাইল কোট করা দরকার।