নওগাঁর রাণীনগরে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

খবরের কাগজ,নওগাঁ,প্রতিনিধি : নওগাঁর রাণীনগ,,র থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকলের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিভিন্ন পদে নির্বাচিত ১১ জনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এর আগে ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে তারা নির্বাচতি হন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।